Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

◉  ডিএই কর্তৃক নির্ধারিত নীতি ও কৌশলগত উদ্দেশ্যাবলীর সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করে অধিদপ্তরের জন্য একটি বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কাজ তত্ত্বাবধান করা;

◉  নতুন প্রকল্প ও নীতি নির্ধারণের জন্য পরিকল্পনা প্রণয়ন করা ;

◉  ডিএই এর নীতি ও কৌশলগত উদ্দেশ্যাবলীর সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প চিহ্নিতকরণ নিশ্চিত করতে ডিএই এর পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা;

◉  নতুন কৃষি সম্প্রসারণ নীতি এবং অধিদপ্তরের সম্প্রসারণ কর্মধারার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পসমূহে সহায়তা লাভের জন্য ইপিআইসিসি (EPICC) এর “ডোনার কন্সালটেটিভ সাবকমিটির’’ মাধামে দাতা সংস্থাগুলোর সাথে কাজ করা;

◉  প্রকল্পসমূহের প্রশাসনিক কাজ সম্পন্ন করা;

  • প্রকল্প পরিচালকগণের সহযোগিতায় প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনসহ  প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণ ও  মূল্যায়নের কাজ তদারক ও সমন্বয় করা;
  • থানা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাগণ কর্তৃক পেশকৃত পরিবীক্ষণ উপাত্ত বিশ্লেষণ করা;
  • বার্ষিক উন্নয়ন প্রকল্প এবং নতুন প্রকল্প প্রস্তাবনা সম্পর্কে কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও বহিঃসর্ম্পদ বিভাগ  দৈনন্দিন যে বিষয়গুলো জানতে চায় সেগুলোর উত্তর প্রদান করা, ডিএই এর প্রকল্প পর্যালোচনার মাসিক সভায় যোগদান করা এবং মন্ত্রণালয় পর্যায়ে প্রকল্প পর্যালোচনা সভায় ডিএই এর প্রতিনিধিত্ব করা;
  • সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে পেশ করার জন্য সকল প্রকল্পের মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক অগ্রগতি এবং প্রকল্প সমাপ্তি প্রতিবেদন প্রস্ত্তত করা;
  • পরিকল্পনা প্রণয়নের সাথে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের সংস্থাগুলোর সাথে যোগসূত্র রক্ষা করা;
  • ডিএই এর তথ্য প্রণালী ব্যবস্থাপনা (MIS) পরিচালনার কাজ দেখাশোনা করা এবং সকল এমআইএস (MIS) ও কম্পিউটার সম্পর্কিত কাজের অনুমোদন প্রদান করা;

◉  কর্ম সম্পাদন লক্ষ্যমাত্রা এবং বর্ণিত কৌশলের বিপরিতে সম্প্রসারণ সেবার কর্ম সম্পাদন, দক্ষতা এবং কার্যকারীতা পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির পরিচালনা ও তত্ত্বাবধান করা।